সকল মেনু

বছরের প্রথমদিনেই যশোরের বিভিন্ন স্কুলে বই বিতরণ করা হয়েছে

71681eca-47d7-4137-953d-6f314cfe098dযশোর প্রতিনিধি: নতুন বছরে প্রথম ক্লাসেই নতুন বই পেয়ে উচ্ছ্বসিত যশোর জেলার শিক্ষার্থীরা। সরকারি ছুটিরদিন হলেও আজ শুক্রবার জেলার ১৬ লাখ ৩৮ হাজার ৩৪৬ টি প্রাথমিক এবং ৪৩ লাখ ১ হাজার ৬৮১ টি মাধ্যমিকের বই বিতরণ করা হয়েছে।
সকাল ১০টায় জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর জিলা স্কুলে বই উৎসবের সূচনা করেন। এরপর তিনি সরকারি বালিকা বিদ্যালয়সহ আরো কয়েকটি স্কুলের বই উৎসবে অংশ নেন।
এছাড়া বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারাও বই উৎসবের উদ্বোধন করেছেন। যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী জানান, বিতরণকৃত বইয়ের মধ্যে ৪ লাখ ৫১ হাজার ২২০ যশোর সদরে, অভয়নগরে ১ লাখ ৩৫ হাজার ৯৭২, কেশবপুরে ১ লাখ ৪৮ হাজার ৫৬, চৌগাছায় ১ লাখ ৪৯ হাজার ৪০০, ঝিকরগাছায় ১ লাখ ৮৮ হাজার ৪৯, বাঘারপাড়ায় ১ লাখ ১৯ হাজার ৯৩৭, মণিরামপুরে ২ লাখ ৪০ হাজার ৭২০ এবং শার্শায় ২ লাখ ৫ হাজার ৫১২ টি।
অপরদিকে, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহা. নাসির উদ্দিন জানান, যশোর জেলায় চাহিদা অনুযায়ী বই সরবরাহ করা হয়েছে। #

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top