সকল মেনু

আফগানিস্তানে বিমান হামলায় ৬৮ আইএস জঙ্গি নিহত

Daesh_2_103236845আন্তর্জাতিক ডেস্ক,  হটনিউজ২৪বিডি.কম ২৮ ডিসেম্বর :  আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে সরকারি বাহিনীর বিমান হামলায় ৬৮ জঙ্গি নিহত হয়েছে দাবি করেছে কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জান‍ায়।
নিহতদের সবাই আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের সদস্য বলে খবরে জানানো হয়। যারা স্থানীয়ভাবে ‘দেশ’ হিসেবে পরিচিত ছিলেন।
সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগানি জানান, প্রদেশের অচিন জেলার আব্দুলখিল, বান্দার, জানজাল সাগা, মাজদাকি দারাহ ও কান্দারে বিমান হামলা চালায় আফগান বিমান বাহিনী।
এছ‍াড়া চাপারহার জেলার কিছু এলাকাও গুড়িয়ে দিয়েছে বিমান সেনারা।
অনলাইন বার্তায় ওই মুখপাত্র বলেন, বিভিন্ন ধরনের অস্ত্র ও নানা গ্রুপের বিমান হামলায় জঙ্গি আস্তানা ধ্বংস করে দেয়‍া হয়েছে।
তবে ঠিক কোন সময়ে এসব বিমান হামলা চালানো হয় তা নির্দিষ্ট করে ওই বিবৃতিতে জানানো হয়নি।
আফগানিস্তানের অচিন জেলা কট্টরপন্থি জঙ্গিগোষ্ঠী আইএসের ‘দুর্গ’ হিসেবে পরিচিত। সেখানে বেশ কয়েকবার সরকারি বাহিনীর সঙ্গে ‘সংঘর্ষে’র ঘটনা ঘটেছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top