সকল মেনু

বিচারকদের বেতন-ভাতা বৃদ্ধি করা হবে

1451132918নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৬ ডিসেম্বর : আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বিচারকদের বেতন-ভাতা বৃদ্ধি করা হবে। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে মন্ত্রী এ কথা জানান। এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
মন্ত্রী বলেন, অষ্টম পে-স্কেলের সঙ্গে সমন্বয় করে বিচারকদের বেতন ও জুডিশিয়াল ভাতা শিগগিরই ঘোষণা করা হবে।’ প্রসঙ্গত, ১৫ ডিসেম্বর সরকারি চাকরিজীবীদের অষ্ঠম বেতন-কাঠামোর গেজেট প্রকাশ করে সরকার। সরকারি চাকরীজীবীদের বেতন বিভিন্ন গ্রেডে ৯১ থেকে ১০১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
বিচারকদের বেতন-ভাতার বিষয়ে আইনমন্ত্রী আরো বলেন, ‘এর ফলে বিচারকরা আর্থিকভাবে যেরকম লাভবান হবেন, পাশাপাশি মর্যাদাও বাড়বে।’
এতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সভাপতিত্ব করেন। এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং উচ্চ ও নিম্ন আদালতের বিচারপতি-বিচারকরা উপস্থিত ছিলেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top