সকল মেনু

আরো বাংলাদেশি শ্রমিক নিতে আগ্রহী বাহরান

bhabg_703455444আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ২৪ ডিসেম্বর : বাংলাদেশিদের কাজ, সততা ও কর্মনিষ্ঠার প্রতি বাহরাইন সরকারের আস্থা রয়েছে। তাই ভবিষ্যতে আরো বেশি বাংলাদেশি শ্রমিক নেয়ার আশা প্রকাশ করেছে বাহরাইন সরকার।

বাহরাইন সফরকালে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তার সম্মানে বাহরাইন আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আওয়ামী লীগ সরকারকে প্রবাসী বান্ধব সরকার উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীদের উন্নয়নের প্রতি সরকার বিশেষ গুরুত্বারোপ করছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত বাহরাইন সফরে এসে এখানকার প্রবাসীদের বিদ্যমান সমস্যার সমাধান করবেন।

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেস, মন্ত্রীর সফরসঙ্গী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাসুদ উর রহমান, মন্ত্রীর দপ্তরের পরিচালক শাহ আসিফ রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের সচিব মর্তুজা শরিফুল ইসলাম, দূতাবাসের মিনিস্টার মেহেদী হাসান, সচিব (শ্রম) মহিদুল ইসলাম, বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান প্রকৌশলী গিয়াস উদ্দীন, ইউনিভার্সিটি অব বাহরাইনের সহযোগী অধ্যাপক এবং ইসলামী ফাইন্যান্স বিশেষজ্ঞ ও গবেষক ড. মোহাম্মদ ওমর ফারুক, বিশিষ্ট চিকিৎসক ডা. পি কে চৌধুরী আবির, ইউনিভার্সিটি অব বাহরাইনের সহযোগী অধ্যাপক ড. কাজী মো. আবু সোহেল, বাংলাদেশ স্কুল ম্যানেজিং কমিটির সদস্য হামেদ কাজী হাসান, আইনুল হক, ন্যাশনাল ফিশ ও প্যাসিফিক গ্রুপের এমডি মো. সফি উদ্দিন, ব্যবসায়ী এনায়েত উল্যা মোল্লা, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক ফুয়াদ শান্তনু, অর্থ সম্পাদক  মাজহারুল হক নয়ন, ব্যবসায়ী নাসির উদ্দীন, লিন্নাস গ্রুপের চেয়ারম্যান জয়নাল আবেদীন, এমডি মোবারক হোসেন, পরিচালক জসীম উদ্দীন,  জালালাবাদ কমিউনিটি সভাপতি কয়েছ আহমেদ, বাহরাইন আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবুল কালাম আজাদ, সভাপতি আলাউদ্দিন নুর, সাধারনণ সম্পাদক এ কে এম গোলাম নুর মিলন, যুবলীগ প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি এম এ করিম, ভারপ্রাপ্ত সাধারণ  সম্পাদক এমরান হোসেন সরকার, ফরিদ উদ্দীন, ঈমাম উদ্দীন নয়ন, মো. সুমন, জিয়া উদ্দীন পাটোয়ারী, এনামূল হক সুজন, মাজহারুল ইসলাম বাবু, মানিক হোসেন মিলূ, সালমান জমাদার প্রমুখ।

পররাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানে আগত কমিউনিটি নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top