সকল মেনু

অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ চলছে-নৌ মন্ত্রী

1f052bdf0bbe26c568893e7319ee57ad_Mশাখী হালদার: ভরাট হয়ে যাওয়া দেশের সকল নদ-নদীর নাব্যতা রক্ষায় ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের জন্য ৬টি ড্রেজার ক্রয় করা হয়েছে। আগামী সেপ্টেম্বরে বিআইডব্লিটিসির জন্য আরো ৮টি ড্রেজার করা হবে। এছাড়া নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে নদীর দু’পাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ চলছে। শনিবার সন্ধ্যায় মংলা বন্দর চ্যানেল দিয়ে দিবা-রাত্রি জাহাজ চলাচলের জন্য নেভিগেশন এইডস টু মংলা পোর্ট প্রকল্পের উদ্বোধনকালে নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের এ সব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আগামী রোজার ঈদের আগেই দক্ষিণাঞ্চলের যাত্রীদের চলাচলের সুবিধার্থে এখানে অতিরিক্ত আরো ৯টি ফেরি সার্ভিস চালুর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্দর জেটিতে আয়োজিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ হাবিবুন নাহার ও বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এইচ আর ভূইয়াসহ অন্যান্যরা। ২৩ কোটি টাকা ব্যয়ে এ পকল্পটি বাস্তবায়িত হওয়ায় এখন থেকে রাতের বেলায়ও বন্দর চ্যানেল দিয়ে জাহাজ চলাচল করতে পারবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top