সকল মেনু

নগরকান্দায় পৌরসভা নির্বাচনী প্রচারণা তুঙ্গে

indexলিয়াকত হোসেন,নগরকান্দা (ফরিদপুর)প্রতিনিধি: পৌরসভা নির্বাচনকে ঘিরে নগরকান্দায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার প্রচারণা তুঙ্গে। পৌরসভা এলাকাকে প্রার্থীদের পোষ্টার এবং ব্যানারে ছেয়ে ফেলেছে সমর্থকেরা। পৌর এলাকার চায়ের দোকানগুলোতে উপচে পড়া ভিড়। এ যেন চা আর জল-খাবার মৌসুম। চা চুমুকের সাথে চলছে নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণা। থেমে নেই প্রার্থীরা, কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত  চালাচ্ছেন  গন সংযোগ আর ভোটারের জন্য রাখছেন লোভনীয় প্রতিশ্রুতী। প্রার্থীদের পক্ষে প্রচারণার জন্য মাইক শুধু কথাই বলছেনা বরং জনপ্রিয় বাংলা গানের প্যরোডী সুরের  মূর্ছনায় ভাসিয়ে দিচ্ছে এলাকাবাসীকে। এ যেন নিরেট উৎসব। তবে নিজ দলীয় বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে পড়েছে আ’লীগ। এখন পর্যন্ত নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের কোন খবর পাওয়া যায়নি। এবারের নির্বাচনে মেয়র পদে তিন জন, মহিলা কাউন্সিলর পদে ৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন সহ মোট ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে আ’লীগের প্রার্থী বর্তমান মেয়র ও পৌর আ’লীগের সভাপতি রায়হান উদ্দিন। বিএনপির প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং বিদ্রোহী প্রার্থী পৌর যুবলীগের সভাপতি মুরাদ হোসেন বিকুল (জগ) প্রতীক নিয়ে লড়ছেন।  অন্যদিকে মহিলা কাউন্সিলর পদে (১,২,৩) নং ওয়ার্ডে খাদিজা বেগম (কাঁচি), নিহার বেগম (পুতুল),শিরিন সুলতানা (আঙ্গুর), (৪,৫,৬) নং ওয়ার্ডে আংগুরি বেগম (আঙ্গুর),সিরিয়া বেগম (কাঁচি), সুমী জাহাঙ্গির (মৌমাছি), (৭,৮,৯) নং ওয়ার্ডে পারুলী বেগম (মৌমাছি), মনোয়ারা বেগম (কাঁচি) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে অধীর কুমার দস্তিদর (উটপাখি), কাউসার আহম্মেদ মিয়া (পাঞ্জাবি), মোঃ লুৎফর রহমান  (ঢেঁড়স), ২ নং ওয়ার্ডে লিয়াকত হোসেন (উটপাখি), মোস্তাক আহম্মেদ (পাঞ্জাবি), ৩ নং ওয়ার্ডে এস কে এম আছাদুজ্জামান আক্কাছ (ডালিম), গোরাম মোস্তফা (পাঞ্জাবি), জালালাউদ্দিন নান্টু (ঢেঁড়স), নিজাম শেখ (উটপাখি), বাবলু মাতুব্বর  (টেবিল ল্যাম্প), মিরাজ হোসেন (পানির বোতল), রফিকুল ইসলাম (ব্ল্যাকবোর্ড), ৪ নং ওয়ার্ডে আব্দুস ছামাদ (টেবিল ল্যাম্প), নিমাই চন্দ্র সরকার (উটপাখি), জালালুদ্দিন সরদার (পাঞ্জাবি), ৫ নং ওয়ার্ডে শেখ ইউনুস (উটপাখি), জিয়াউর রহমান (পাঞ্জাবি), লিয়াকত মোল্যা (ডালিম), ৬ নং ওয়ার্ডে হাবিুর রহমান পান্নু (উটপাখি), ওহিদুজ্জামান মান্দার (টেবিল ল্যাম্প), এম আই আজাদ (পানির বোতল), মানিক শেখ(পাঞ্জাবি), ওবায়দুর মাতুব্বর (ঢেঁড়স),  ৭ নং ওয়ার্ডে   জাকির হোসেন জাকারিয়া (পানির বোতল), দেলোয়ার হোসেন দুলু (উটপাখি), ৮ নং ওয়ার্ডে গোকুল চন্দ্র শীল (টেবিল ল্যাম্প)  , আমিন ফকির (পাঞ্জাবি), লিটন মিয়া(উটপাখি), ৯ নং ওয়ার্ডে আঃ রহমান (পাঞ্জাবি), শামিম হোসেন (টেবিল ল্যাম্প) , আহাদ চৌধূরী (উটপাখি), আব্দুর রাজ্জাক (পানির বোতল) প্রতীক পেয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
১৯৯৯ সালের ১১ ফেব্রুয়ারী নগরকান্দা পৌরসভা গঠন করা হয়। বর্তমানে এর বোটার সংখ্যা ৭ হাজার ৬২৯ জন এর মধ্যে পুরুষ ৩ হাজার ৮৭৯ এবং মহিলা ৩ হাজার ৭৫০ জন। এ পর্যন্ত নগরকান্দা পৌরসভা নির্বাচনের ফলাফল আ’লীগের জন্য সুখকর নয়,এবার নতুন মাত্রায় গোঁদের উপড় বিষফোড়া দলীয় বিদ্রোহী প্রার্থী। অন্যদিকে বিএনপি একক প্রার্থী নিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top