সকল মেনু

কুষ্টিয়ায় প্রতিবন্ধি নাগরিক অধিকারের মানববন্ধন

কাঞ্চন কুমার,কুষ্টিয়া:কুষ্টিয়ায় মানববন্ধন করেছে নাগরিক অধিকার পরিষদ। ৩ দফা দাবিতে শনিবার কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরিক অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক নওশের আলী। তিনি বলেন, আমরা স্বাধীন দেশের নাগরিক অথচ ভোটের মর্যাদায় আমাদের মূল্যায়ন করা হয়না। বাংলাদেশে এক কোটির অধিক প্রতিবন্ধি ভোটার রয়েছে। কিন্তু আমরা অবহেলার শিকার। আমাদের মর্যাদা করুনা দয়া নির্ভরশীল অথচ আমরা দেশেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় ৬০ হাজার কোটি টাকা কর দিয়ে থাকি। মানববন্ধনের মাধ্যমে ৩ দফা দাবি পেশ করা হয়। দাবিগুলোর মধ্যে একজন মন্ত্রী পরিষদ সদস্যসহ প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন সমন্বয় মন্ত্রণালয়, জাতীয় সংসদে ৩৫টি এবং স্থানীয় সরকারের সকল স্তরে ২টি করে প্রতিবন্ধী প্রতিনিধিদের জন্য আসন সংরক্ষণ চাই। জাতীয় বাজেটে প্রতিবন্ধী ব্যাক্তিদের স্ব-সংগঠনসমূহের ক্ষমতায়ন ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ১শতাংশ এবং মন্ত্রণালয়ে বাজেট প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন বান্ধব নিশ্চিত পূর্বক বরাদ্ধ চাই। সরকার কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী বিষয়ক জাতীসংঘ সনদের আলোকে অধিকার ভিত্তিক ও বৈষম্যমুক্ত আইন চাই। এদিকে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক এড.শামীম উল হাসান অপু।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top