সকল মেনু

নীরবের মৃত্যুতে ক্ষতিপূরণ কেন নয়

1450165918নিজস্ব প্রতিবেদক,  হটনিউজ২৪বিডি.কম ১৫ ডিসেম্বর : রাজধানীর শ্যামপুরে স্যুয়ারেজ লাইনে পড়ে মারা যাওয়া শিশু নীরবের পরিবারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
একই সংঙ্গে ঢাকা শহরে চালকবিহীন অরক্ষিত অবস্থায় কতগুলো ম্যানহোল, স্যুয়ারেজ লাইন, নলকূপ পাইপ রয়েছে তার একটি তালিকা তিন মাসের মধ্যে আদালতে দাখিল করতে ওয়াসা চেয়ারম্যান, সিটি করপোরেশনের মেয়রসহ সংশ্লিষ্ট বিবাদীদেরকে নির্দেশ দেয়া হয়েছে।
এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top