সকল মেনু

সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

1450185036নিজস্ব প্রতিবেদক,  হটনিউজ২৪বিডি.কম ১৫ ডিসেম্বর : সিলেটে পাঁচ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
প্রশাসনের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক।
তিনি বলেন, জেলা প্রশাসন শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
চাঁদা আদায়, শ্রমিক নির্যাতন ও হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধ, সেতুর টোল কমানো এবং সিলেট-ভোলাগঞ্জ, সিলেট-জাফলং সড়ক সংস্কারের দাবিতে গত সোমবার  অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট শুরু করে জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন।
পুলিশের সিলেট রেঞ্জের উপ-মহাপরিদশর্ক (ডিআইজি) মিজানুর রহমান, জেলা প্রশাসক জয়নাল আবেদীন, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার কামরুল আহসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো দিলু মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top