সকল মেনু

প্যারিসে ‘আইএসের নামে’ স্কুলশিক্ষককে ছুরিকাঘাত

1450086992আন্তর্জাতিক ডেস্ক,  হটনিউজ২৪বিডি.কম ১৪ ডিসেম্বর :  ফ্রান্সের প্যারিসে কিন্ডারগার্ডেন স্কুলের এক শিক্ষকের গলায় ছুরিকাঘাত করা হয়েছে। সন্ত্রাসী সংগঠন আইএসের নাম করে মুখোশধারী এক ব্যক্তি এই হামলা চালিয়েছে। স্থানীয় সময় সোমবার সকাল সাতটার দিকে এই ঘটনা ঘটে।
‘ইউরোপ ১’ এর বরাত দিয়ে ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, জেন পেরিন কিন্ডারগার্ডেনে ৪০ বছর বয়সী ঐ শিক্ষক তার একটি ক্লাস নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এসময়  বক্স কাটার ও কাঁচি নিয়ে এক মুখোশধারী ব্যক্তি তার ওপর হামলা চালায়।
অভিযোগ পাওয়া গেছে, জিহাদি গ্রুপ আইএসের নাম করে ঐ হামলাকারী হামলা চালিয়েছে। এই হামলা একটি ‘সতর্কবার্তা’ বলে দাবি করেছে ঐ হামলাকারী। হামলার পরপরই সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
কিন্ডারগার্ডেন স্কুলটি সেইন-সেন্ট-ডেনিসে অবস্থিত। গত মাসে প্যারিসে হামলার মূল পরিকল্পনাকারী সেখানে নিহত হয়েছিলেন।
ধারণা করা হচ্ছে, হামলাকারী কোনো ধরনের অস্ত্র ছাড়াই কিন্ডারগার্ডেনে প্রবেশ করেছিল। এরপর সে ক্লাসরুমে ঢুকে সেখান থেকে ধারালো অস্ত্র খুঁজে নিয়েছে।
ছুরিকাহত শিক্ষক লারিবইসেরে হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন। তবে তিনি শঙ্কামুক্ত।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top