সকল মেনু

এমপি-মন্ত্রীদের ‘বিব্রত’ না হতে ইসির আহ্বান

Shajan1450088126নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৪ ডিসেম্বর : আসন্ন পৌরসভা নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করে সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রীদের বিব্রত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।
সোমবার দুপুরে শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহবান জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহনেওয়াজ বলেন, ‘এমপি-মন্ত্রীরা বিজ্ঞ লোক, তারাই আইন প্রণয়ন করেন। কাজেই আশা করি, তারা এ নির্বাচনে নিয়মের বাইরে কিছু করবেন না।  তাই সবাইকে অনুরোধ করব আইন ভাঙবেন না। আপনারা কেউ আচরণবিধি ভঙ্গ করলে বিব্রত হবেন, আমাদেরও ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় থাকবে না।’
তিনি বলেন, ‘আচরণবিধি ভঙ্গকারী যেই হোক না কেন কাউকেই ছাড় দেওয়া হবে না।’ এমপি-মন্ত্রীরা আচরণবিধি ভাঙছেন কি না, এ বিষয়ে জানতে চাইলে শাহনেওয়াজ বলেন, ‘এমপি মন্ত্রীরা আচরণবিধি ভঙ্গ করেছেন, আমাদের কাছে  এখনো  এমন কোনো অভিযোগ আসেনি।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাউকে প্রার্থী হতে বাধা দেওয়া হয়েছে- এমন কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে তা খতিয়ে দেখব এবং তার সত্যতা পেলে অবশ্যই সে অনুযায়ী ব্যবস্থা নেব।’
বিএনপির একজন প্রার্থীকে অস্ত্র ঠেকিয়ে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করা হয়েছে, সে পরিপ্রেক্ষিতে কমিশন কী ব্যবস্থা নিচ্ছে – সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এখনো এ ধরনের কোনো অভিযোগ পাইনি। আপনারা হয় তো পেয়েছেন। গণমাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে যাচাই করার জন্য পর্যবেক্ষণ টিম করেছি। অভিযোগ পেলে তদন্ত করে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top