সকল মেনু

যুদ্ধাপরাধ, বাগেরহাটের ইউসুফ কারাগারে

1449989799নিজস্ব প্রতিবেদক,  হটনিউজ২৪বিডি.কম ১৩ ডিসেম্বর : একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার হওয়া বাগেরহাটের বন কর্মকর্তা মো. ইউসুফ আলী ওরফে এ কে এম ইউসুফ আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার সকালে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেয়।
যুদ্ধাপরাধ মামলার আসামি মো. ইউসুফ আলী শরণখোলা রেঞ্জের শরণখোলা স্টেশন কর্মকর্তা। তিনি জামালপুরের চাঁনপুর হরিণাকান্দা গ্রামের আব্দুল খালেক ওরফে খালেক মাস্টারের ছেলে। গত ৯ ডিসেম্বর গভীর রাতে সুন্দরবন পূর্ব বিভাগের দুবলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব।
তিনি মুক্তিযুদ্ধের সময় আল বদর বাহিনীতে ছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযোগ আনা হয়েছে।
ট্রাইব্যুনাল প্রসিকিউটর হায়দার আলী বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ইউসুফকে ট্রাইব্যুনালে হাজির করে তদন্ত সংস্থা। শুনানি নিয়ে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
আদালত এ মামলার তদন্তের অগ্রগতির প্রতিবেদন দাখিলের জন্য ৪ ফেব্রুয়ারি দিন ঠিক করে দিয়েছে বলে প্রসিকিউটর হায়দার জানান।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top