সকল মেনু

হারের ব্যাখ্যা দিলেন সাকিব

sakib_al_hasan1449928858ক্রীড়া ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ১২ ডিসেম্বর :  কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৭২ রানে পরাজয়ে বিপিএলের ফাইনালে যাওয়ার অপেক্ষা আরেকটু দীর্ঘায়িত হল সাকিব আল হাসানের রংপুর রাইডার্সের। শনিবার প্রথম এলিমিনেটর ম্যাচে কুমিল্লার দেয়া ১৬৪ রানের জবাবে ৯১ রানে গুটিয়ে যায় সাকিবের দল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পরাজয়ের ব্যাখ্যা দেন সাকিব আল হাসান। রংপুর রাইডার্সের অধিনায়কের ভাষ্য,‘আমরা কোন বিভাগেই ভালো করতে পারিনি। যদি বোলিং দিয়ে শুরু করি, আমরা শুরুটা ভালো করিনি। ওদের উইকেটও যাচ্ছিল না। যা আমাদের হতাশ করছিল। আমরা ওখানেই গতি হারিয়ে ফেলি। যা পরবর্তীতে কঠিন হয়ে দাঁড়ায়। যখন ওরা ১৬০ করছিল তখন আমার মনে হয় না আমাদের খেলোয়াড়রা বিশ্বাস করতে পারছিল যে ওটা তাড়া করা সম্ভব।’
তবে এ পরাজয়কে বড় করে দেখছেন না সাকিব। পয়েন্ট তালিকায় দুইয়ে থাকায় ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ পাচ্ছে সাকিবের দল। এলিমিনেটর ম্যাচে রোববার সাকিবের দল মাঠে নামবে। ওই ম্যাচে হারলেই শিরোপার স্বপ্ন শেষ হয়ে যাবে। কুমিল্লার বিপক্ষে হারকে একটি ‘বাজে দিন’ হিসেবে ব্যাখ্যা করে সাকিব বলেন,‘শেষ তিন ম্যাচ আমরা ভালো ক্রিকেট খেলেছি। একটা বাজে দিন যেতেই পারে। টি-টোয়েন্টি খেলাটাই এরকম। এটা আসলে টি-টোয়েন্টির মজা। আজকে এরকম পারফর্ম করছেন কাল এসে দেখছেন ভিন্ন একটা দল। কালকে আরেকটা সুযোগ আছে। আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা যেন কালকের জন্যে প্রস্তুত থাকি।’
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top