সকল মেনু

পাচারকালে ৮০ কচ্ছপ উদ্ধার

imagesনিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১২ ডিসেম্বর : কুয়াকাটা থেকে খুলনায় পাচারকালে ৮০টি বিরল প্রজাতির কচ্ছপ জব্দ করে অবমুক্ত করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে পটুয়াখালী গোয়েন্দা পুলিশের এসআই হরিদাস নাগ গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা-বরিশাল মহাসড়কের চৌরাস্তায় এলাকায় খুলনাগামী একটি বিআরটিসি বাসে অভিযান চালান।
এ সময় ওই বাস থেকে চটের বস্তায় ৮০টি কচ্ছপ জব্দ করে গোয়েন্দা পুলিশ। তবে কচ্ছপ পাচারকারীরা পালিয়ে গেলেও ওই বাসের হেলপার রাসেল মিয়াকে আটক করা হয়। পরে গোয়েন্দা পুলিশ ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আরিফুজ্জামানের কাছে হাজির করলে কচ্ছপ বহন করার অপরাধে তিনি ওই হেলপারকে এক হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত কচ্ছপগুলো লাউকাঠি নদীতে অবমুক্ত করা হয়।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top