সকল মেনু

তাপমাত্রা বৃদ্ধির হার ২ ডিগ্রির মধ্যে রাখার প্রস্তাব

climate1449925828আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ১২ ডিসেম্বর :  ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্ব জলবায়ু সম্মেলনের দুই সপ্তাহ পর আজ শনিবার প্রস্তাবের খসড়া প্রকাশ করা হয়েছে। প্রস্তাবিত খসড়ায় বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির হার দুই ডিগ্রি সেলসিয়াসের  মধ্যে রাখার প্রস্তাব করা হয়েছে। ১৯৫টি দেশ পৃথিবীকে রক্ষায় উষ্ণতা বৃদ্ধি রোধে একমত পোষণ করেছে।
প্যারিস সম্মেলনের দুই সপ্তাহ পার হওয়া সত্ত্বেও গত রাতে আরো ব্যাপক  আলোচনার পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফ্যাবিয়াস আজ এই খসড়া প্রস্তাব প্রকাশ করেন।
এ সময় আবেগাপ্লুত হয়ে ফ্যাবিয়াস বলেন, ‘এখন পৃথিবীর নিঃশ্বাস এবং তার বেঁচে থাকা সম্পূর্ণটা নির্ভর করছে আমাদের ওপর।’ তিনি বলেন, ‘শিল্প বিপ্লবের পর থেকে আমাদের এই গ্রহরে উষ্ণতা সীমিত করে আনার ব্যাপারে আজকের এই চুক্তি একটি ঐতিহাসিক সমঝোতা। এটি উচ্চাকাক্সক্ষী, সামঞ্জস্যপূর্ণ এবং বাস্তবায়নযোগ্য।’
‘এই চুক্তির আলোকে সব দেশ পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির হার দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার ব্যাপারে একমত হয়েছে। এর বাইরেও আমরা অন্তত তাপমাত্রা আরো এক দশমিক পাঁচ ডিগ্রি কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।’
প্রতিনিধিদের উপস্থিতিতে ব্যাপক করতালির মধ্য দিয়ে লরাঁ ফ্যাবিয়াস বলেন, ‘এ চুক্তি বাস্তবায়নে ২০২০ সাল পর্যন্ত বছরে কমপক্ষে একশ বিলিয়ন ডলার সংগ্রহ করতে পারব। এসব টাকা বৈশ্বিক উষ্ণতায় সবেচেয়ে ক্ষতিগ্রস্ত তৃতীয় বিশ্বের দেশগুলোকে সহায়তা দেওয়া হবে। প্রয়োজনে এ অর্থ সংগ্রহের ধারা ২০২৫ সাল পর্যন্ত অব্যাহত রাখা হবে। সর্বোপরি নতুন এই চুক্তির একটি আইনগত বাধ্যবাধকতা থাকবে।’
এ ব্যাপারে বিশ্লেষকরা বলেছেন, খসড়া প্রস্তাব পুরোপুরি প্রকাশ না পর্যন্ত অর্থ পরিষ্কার করে কিছু বলা যাবে না। বিশেষ করে এর অর্থ সংগ্রহের আইনগত কী অঙ্গীকার রয়েছে, তা স্পষ্ট হওয়া জরুরি। কারণ যুক্তরাষ্ট্র আগে থেকেই এসব প্রস্তাবের বিরোধিতা করে আসছিল।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন বিভিন্ন দেশের কূটনীতিকদের চুক্তি বাস্তবায়নে তাগিদ দিয়ে বলেছেন, ‘একটা দিক শেষ হয়েছে। এখন আসুন আমরা কাজ শেষ করি। পৃথিবী আমাদের দিকে তাকিয়ে আছে। কোটি কোটি মানুষ আমাদের প্রজ্ঞার ওপর নির্ভরশীল।’
তথ্যসূত্র : আল জাজিরা অনলাইন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top