সকল মেনু

চিকিৎসকদের আরো দায়িত্বশীল হতে হবে

doctor1449908956নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১২ ডিসেম্বর : সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের আরো সৎ ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘ইউনিভার্সেল ‌হেলথ কাভারেজ‌‌‌’দিবস উপলক্ষে পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশর আয়োজনে এক আলোচনা সভায় তারা এ পরামর্শ দেন।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) উপ-নির্বাহী পরিচালক ড. আব্বাস ভূইয়া বলেন, ‘সদ্য পাস করা চিকিৎসকরা নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করেন না। তারা পেশাগত দায়িত্ব পালন থেকে বেশি টাকা উপার্জনের চিন্তা ভাবনা করেন।’
তিনি বলেন, ‘ডাক্তারদের উচিত তারা যেন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন।’
তৃণমূলে স্বাস্থ্যসেবা আরো দৃঢ় করতে পারলে দেশের স্বাস্থ্য খাতকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় ক্যান্সার গবেষণা হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, ‘স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিয়ে যেতে হলে  সরকারকে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের রোগীদের জন্য সুযোগ সুবিধা বাড়াতে হবে।’
তিনি বলেন, ‘উন্নত চিকিৎসাসেবার জন্য মফস্বলের রোগীরা ঢাকামুখী হন। এতে রোগীর কষ্টের সঙ্গে চিকিৎসা ও আনুষাঙ্গিক ব্যায় বৃদ্ধি পায়।’
প্রতিটি বিভাগে ক্যান্সার রোগীদের জন্য একটি স্পেশালাইজড হাসপাতাল তৈরি করার প্রস্তাব রেখে রাসকিন বলেন, ‘প্রতিবছর বাংলাদেশে ১ লাখ ২০ হাজার ক্যান্সার রোগী বাড়ছে। জাতীয় ক্যান্সার গবেষণা হাসপাতালে এত রোগী সামলানোর মত জায়গা বা ডাক্তার নেই। তাই বিভাগীয় শহরগুলোতে হাসপাতাল তৈরি করলে ঢাকার উপর চাপ অনেকাংশে কমে যাবে।’
আলোচনা সভায় ডা. বুলবুল বলেন, ‘সারা পৃথিবীতে প্রায় ১০০ কোটি মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এবং প্রতিবছর ১৫ কোটি মানুষ স্বাস্থ্যসেবার খরচ মেটাতে গিয়ে অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হয়। গরিব থেকে আরো গরিব হয়ে যায় তারা। বাংলাদেশে দারিদ্রসীমার নিচে আছেন প্রায় চার কোটি ৮০ লাখ মানুষ এবং প্রতিবছর শুধু অসুস্থতার কারণে প্রায় ৬৪ লাখ মানুষ দরিদ্রতার শিকার হচ্ছে।’
আয়োজক সংগঠনের চেয়ারম্যান প্রফেসর মুজাহেরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রিপরিষদ সচিব আব্দুল হালিম, পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) নির্বাহী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সোবহান প্রমুখ।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top