সকল মেনু

মুসলিম এইড মানসম্পন্ন কারিগরি শিক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর

indexযশোর প্রতিনিধি: মুসলিম এইড ইউকে বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ ওবায়দুর রহমান বলেছেন, মুসলিম এইড দেশের বেকার সমস্যার সমাধানে মানসম্পন্ন কারিগরি শিক্ষা নিশ্চিত করতে নিরলস ভাবে কাজ করছে। মুসলিম এইড কর্তৃপক্ষ বিশ্বাস করে দ্রুততম সময়ের মধ্যে এ দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে দেশের বিপুল জনশক্তিকে জনসম্পদে পরিণত করতে হবে। এই জন্য সরকারী বেসরকারী যৌথ উদ্যোগের কোন বিকল্প নেই। এই লক্ষ্য অর্জণের জন্যই মুসলিম এইড দেশের প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠির কারিগরি শিক্ষার অধিকার নিশ্চিত করতে এমএআইটি যশোরের মতো একাধিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় হাত দিয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে দেশের বেকার কর্মক্ষম জনগোষ্ঠিকে জনসম্পদে পরিনত করা। গতকাল বৃহস্পতিবার বিকেলে এমএআইটি যশোর ক্যাম্পাসে ছাত্র ছাত্রীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায়  তিনি এসব কথা বলেন। এমএআইটি যশোরের অধ্যক্ষ প্রকৌশলী আরিফ নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে চীফ ইন্সট্রাক্টর কুমারেশ চন্দ্র পাল, রেজিস্ট্রার নূর ইসলামসহ অন্যান্য শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা তাদের পক্ষ থেকে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন মতামত তুলে ধরেন। প্রধান অতিথি শিক্ষার্থীর মতামত ধৈয্যসহকারে শোনেন এবং তাদের কল্যানে সব রকমের সাহায্য ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন। একই সাথে তিনি ভবিষ্যতে এমএআইটি যশোর ক্যাম্পাসকে বৃহত্তর পরিসরে রুপান্তরিত করার আশাবাদ ব্যক্ত করে বলেন, তোমরাই এই প্রতিষ্ঠানের প্রাণ। তোমাদেরকে প্রতিযেগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে মানসম্পন্ন শিক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে। একই সাথে প্রতিযোগিতাপূর্ণ চাকরির বাজারের নিজেদের অবস্থান সুসংহত করতে যোগ্যতার প্রমান দিতে হবে। মনে রাখতে হবে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করাতে দক্ষ জনসম্পদের কোন বিকল্প নেই। একই সাথে বিকল্প নেই মানসম্পন্ন কারিগরি শিক্ষা অর্জনের। পরে কান্ট্রি ডিরেক্টর শহরতলীর বাহাদুরপুরে এমএআইটি যশোরের নিজস্ব নির্মানাধীন ভবনের কার্যক্রম পরিদর্শন করেন। সন্ধ্যায় তিনি এমএআইটি যশোরের স্টাফদের সাথে মত বিনিময় করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top