সকল মেনু

বিচারককে হুমকি: প্রতারক আমজাদ রিমান্ডে

indexআদালত প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম: রাষ্ট্রপতির ছেলের মিথ্যা পরিচয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) শেখ হাফিজুর রহমানকে হুমকির মামলার আসামি আমজাদ হোসেনকে দুই দিন রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আরেক আসামি শহিদুল ইসলাম খানকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হয়েছে। ঢাকা মহানগর হাকিম মো. মারুফ হোসেন এ আদেশ দেন। এরআগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দ পুলিশ পরিদর্শক মাহবুবুল আলম আসামিদের আদালতে হাজির করে সাত দিন রিান্ডে নেওয়ার আবেদন করেন। এসময় আদালশ পুলিশের জিআরও শরীফ সাফায়েত হোসেন শুনানীতে আদালতকে বলেন, রাজধানীর জিগাতলা এলাকা থেকে আসামি আমজাদ হোসেন ও শহীদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাষ্ট্রপতি, মন্ত্রী, এমপিসহ বিভিন্ন উচ্চ পদস্থ ব্যক্তি ও তাদের পরিবারের স্বজন পরিচয় দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণার করে আসছে। তাই আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। মামলার নথি সুত্রে জানাগেছে, গত ৩ ডিসেম্বর বিচারক শেখ হাফিজুর রহমানকে তাঁর কার্যালয়ে টেলিফোনে ফোন করেন এক ব্যক্তি। বিচারক ফোন ধরলে অপর প্রান্ত থেকে ওই ব্যক্তি নিজেকে রাষ্ট্রপতির ছেলে বলে দাবি করেন মিথ্য পরিচয় দেয়। ওই ব্যক্তি বিচারককে বলেন, দারুস সালাম থানায় ৭৬(১০)১৫ মামলায় দুইটি গাড়ি আটক করা হয়েছে। গাড়ি দুটি তাঁর (ফোন করা ব্যক্তি) নিকটাত্মীয়ের। গাড়ি দুটির প্রকৃত মালিকের জিম্মায় দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। তিনি (বিচারক) যেন ওই গাড়ি দুটি ছেড়ে দেওয়ার আনুমতি দেন। এরমধ্যে গাড়ি দুটি জিম্মায় দেওয়ার আবেদন খারিজ হয়ে যায়। কিছুক্ষণ পর আবেদন খারিজের কারণ জানতে চান এবং বলেন গাড়ি জিম্মায় না দেওয়া হলে ক্ষতিপুরণ বাবদ গাড়ি দুটির দাম দিতে হবে। পরে বিষয়টি সন্দেহ হলে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন ওই বিচারকের ব্যক্তিগত সহকারী জহিরুল কাইয়ুম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top