সকল মেনু

সুন্দরবন রক্ষায় প্যারিসে বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগ

1449666086আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ০৯ ডিসেম্বর : সুন্দরবন রক্ষায় প্যারিসে যৌথ উদ্যোগ নিয়েছে ভারত ও বাংলাদেশ। বুধবার প্যারিসে ‘কপ ২১’ সম্মেলন স্থলে সুন্দরবন রিজিওন কো-অপারেশন ইনিশিয়েটিভ (এসআরসিআই) সম্পর্কিত আলোচনায় বসেন বাংলাদেশের পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং ভারতের পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভারকর।
এসআরসিআই উদ্যোগের লক্ষ্য সুন্দরবনের জন্য সরকার, সুশীল সমাজ এবং কূটনৈতিক পর্যায়ে সমন্বিত কার্যকর কর্মসূচি গ্রহণ। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সুন্দরবনের ভূমিকা সম্পর্কে বিশ্ব দরবারে অবস্থান তৈরি। ইকো-পর্যটন, টেকসই মৎস্য আহরণ ও জলজ পালন ব্যবস্থাপনার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন। সুন্দরবন অঞ্চলের জন্য সমন্বিত সহায়তা ও উন্নয়নমূলক ব্যবস্থাপনা গ্রহন।
হটনিউজ২৪বিডি.কম/ এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top