সকল মেনু

‘গাড়ির চালকরা সতর্ক হলে অনেক দূর্ঘটনা রোধ করা সম্ভব’

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি:‘গাড়ির চালক সচেতন হলেই সড়ক দূর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। চালকরা যদি কিছু নিয়মকানুন মেনে চলেন তাহলেই অনেক দূর্ঘটনা এড়িয়ে যাওয়া মোটেও অসম্ভব নয়। এর মধ্যে, চোখে ঘুম নিয়ে গাড়ি না চালানো, গাড়ির গতিবেগ নিয়ন্ত্রনে রাখা, গাড়িতে ওভারলোড মালামাল বহন না করা। এরকম সাধারণ কিছু নিয়ম মেনে চললেই সড়ক দূর্ঘটনা অনেক কমে আসবে। সেইসাথে পথচারিদেরও নিয়ম মেনে পথ চলতে হবে। যেখানে ফুটপাত আছে, সেখানে ফুটপাত ব্যবহার করতে হবে, রাস্তা পার হতে হবে সতর্কতার সাথে।’ শনিবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে যানবাহনের চালকদের নিয়ে অনুষ্ঠিত ‘নিরাপদ সড়ক প্রশিক্ষণ কর্মশালা’য় বক্তারা এসব কথা বলেন।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বি.আর.টি.এ) এ কর্মশালার আয়োজন করে। কর্মশালা শুরুর আগে জেলা আইনজীবী সমিতি মিলনায়তন থেকে একটি র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে আইনজীবী সমিতি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিক সাঈদ মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আব্দুর রহিম শাহ চৌধুরি, চুয়াডাঙ্গার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এসএম ইস্রাফিল হোসেন। কর্মশালায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার পরিবহন সংগঠনের নেতা-কর্মী ও যানবাহনের চালকগন অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বি.আর.টি.এ’র সিল ম্যাকানিক মোঃ জাকির হোসেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top