সকল মেনু

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে বড় পদক্ষেপে সরকার

Mosaraf1449487501নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ০৭ ডিসেম্বর : স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘রাজধানীর জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে বড় ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। আগামী বর্ষা মৌসুমের কথা মাথায় রেখে নেয়া এই পদক্ষেপের আওতায় রাজধানীর খালগুলো দখলমুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।’
তিনি আরো বলেন, ‘জলাবদ্ধতা স্থায়ীভাবে মোকাবিলায় পাঁচ বছরের জন্য একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হয়েছে। এ জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি অবৈধভাবে দখল হওয়া খালগুলো উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।’
মঙ্গলবার থেকে কমিটি কাজ শুরু করবে। এক সপ্তাহ পরে কাজের অগ্রগতি নিয়ে প্রতিবেদন দেবে এই কমিটি।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top