সকল মেনু

একটি শিশুও শিক্ষাবঞ্চিত থাকবে না

chumki1449410303নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ০৬ ডিসেম্বর : মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘দেশের একটি শিশুও শিক্ষা থেকে বঞ্চিত থাকবে না। সরকার এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’
রোববার রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক (বেন) আয়োজিত জাতীয় ইসিডি (আরলি চাইল্ডহুড ডেভেলেপমেন্ট) কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের সব শিশুকে যোগ্য নাগরিক হিসেবে গড়তে পারলে আমরা ২০৪১ সালে উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারব। বাংলাদেশে পাঁচ বছরের নিচে শিশু মৃত্যু হাজারে ৪১ জন এবং ইনফ্যান্ট মরটালিটি হাজারে ৩২ জনে নামিয়ে এনেছি।’
মেহের আফরোজ চুমকি বলেন, ‘শিশুর শারীরিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে শূন্য থেকে ৮ বছর সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে শিশুর ৭০ শতাংশ বিকাশ সাধিত  হয়।  শিশুর এই বিশেষ সময়কে গুরুত্ব  দিয়ে সরকার ইসিডি প্রণয়ন করেছে। জাতিসংঘের এসডিডি-তে ইসিডিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকার শিশুর জন্য উপযুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে। সরকার শিশুনীতি ও শিশু আইন প্রণয়ন করেছে। প্রাকপ্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করেছে।’
ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বেনের চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিকাশ কিশোর দাস, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ লুইস মনো প্রমুখ।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top