সকল মেনু

কুড়িগ্রামে পাক হানাদার মুক্ত দিবস

indexডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি:  আজ ৬ ডিসেম্বর। কুড়িগ্রাম পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ এর  এই দিনে বাংলার দামাল ছেলেরা সশস্ত্র মুক্তি সংগ্রামের মাধ্যমে পাক সেনাদের হটিয়ে কুড়িগ্রামকে হানাদার মুক্ত করে। জঙ্গিবাদ নির্মূলের দৃঢ প্রত্যয়ের মধ্যেদিয়ে দিবসটি পালিত হচ্ছে। মুক্তিযোদ্ধা সংসদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে স্বাধীনতার বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পন করে। পরে সেখানে মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, ডিপুটি কমান্ডার আমিনুল ইসলাম, উপজেলা কমান্ডার আব্দুল বাতেন, মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমদ, সাধারণ সম্পাদক দুলাল বোস, নারী নেত্রী রওশন আরা চৌধুরী, শুব্রতা রায় প্রমূখ। বক্তারা স্বাধীনতা বিরোধী চক্র ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ প্রত্যয় ব্যাক্ত করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top