সকল মেনু

এডেনের গভর্নর নিহত, আইএসের দায় স্বীকার

eamen21449398955আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ০৬ ডিসেম্বর : দক্ষিণ ইয়েমেনে বন্দরনগরী এডেনের গভর্নর বোমা হামলায় নিহত হয়েছেন। রোববার নগরীর তাওয়াহি এলাকায় আত্মঘাতী গাড়ি বোমা হামলাকারী গভর্নরের গাড়ি বহরে হামলা চালালে এ ঘটনা ঘটে।
ঘটনার কয়েক ঘণ্টা পর ইসলামিক স্টেট (আইএস) টুইটারে গভর্নরকে হত্যার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। ইয়েমের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা আইএসের দেয়া ওই টুইটার বার্তার বিষয়টি নিশ্চিত করেছে।
চলতি বছরের শুরুর দিকে রাজধানী সানাসহ ইয়েমেনের অধিকাংশ এলাকা দখল করে শিয়া সম্প্রদায়ভুক্ত হুতি বিদ্রোহীরা। হামলার মুখে প্রেসিডেন্ট আব্দারাব্বু মনসুর হাদি সৌদি আরব পালিয়ে যান। বছরের মাঝামাঝি সময়ে সৌদি নেতৃত্বাধীন আরবজোট ইয়েমেনে হুতিদের ওপর বিমান হামলা চালাতে শুরু করে। সৌদি জোট এডেন দখলের পর গত মাসে সেখানে ফিরে আসেন প্রেসিডেন্ট হাদি।
এডেনের বাসিন্দা ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তাওয়াহি এলাকায় গভর্নর  জাফর মোহাম্মদ সাদের গাড়ি বহরে হামলা চালায় এক আত্মঘাতী হামলাকারী। এতে ঘটনাস্থলেই গভর্নরের মৃত্যু। এছাড়া গাড়ি বহরে থাকা কমপক্ষে আরো ছয় ব্যক্তি নিহত হয়েছেন।
এমন সময় এ হামলার ঘটনা ঘটলো যখন জাতিসংঘের কর্মকর্তারা গত আট মাস ধরে চলমান গৃহযুদ্ধ অবসানে এডেনে অবস্থান করছেন। কর্মকর্তাদের ধারণা আগামী মাসেই বিবাদমান দুই পক্ষকে আলোচনার টেবিলে নিয়ে আসা সম্ভব হবে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top