সকল মেনু

ডোমারে বাল্যবিবাহ রোধে মিনা মেলা

indexমো. আমিরুজ্জামান, নীলফামারী  ০৫ ডিসেম্বর: ‘কন্যা শিশু বিয়ে দিয়ে করো নাকো ভুল, প্রত্যেকটি শিশু যেন এক একটি ফুল’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় দিনব্যাপী মিনা মেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার (৫ ডিসেম্বর)। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকার ব্যবস্থাপনায় ও উপজেলা শিক্ষা অফিস ডোমার বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন কর্মসূচি পালন করে। বাল্য বিবাহ রোধে সচেতনতা বৃদ্ধিতে র‌্যালি, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দু রাজ্জাক বসুনিয়া। এছাড়া অন্যান্যদের মধ্যে জেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার সহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনসুর আলী, সহকারি শিক্ষা অফিসার সোহেল শাহজাদা, শিক্ষক জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top