সকল মেনু

জলবায়ু পরিবর্তন, মার্কিন সিনেটরদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ

1449312103আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ০৫ ডিসেম্বর : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্যের সিনেটরের সঙ্গে বাংলাদেশের ২ সদস্য বিশিষ্ট্য প্রতিনিধি দলের বৈঠক কার্যকরভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশের পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর উপস্থিতিতে হওয়া এই আলোচনায় উঠে এসেছে কিভাবে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের সাধারণ মানুষ স্থিতিস্থাপক উন্নয়নে পিছিয়ে পড়ছে।
অন্যদিকে জলবায়ু পরিবর্তনের কারণে অনুন্নত দেশগুলোতে কী প্রভাব পরছে তার ওপর গুরুত্ব আরোপ করে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। তারা আশাবাদ ব্যক্ত করে জানান, ‘কপ ২১’ সম্মেলনে বাংলাদেশ এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করবে।
দ্বি-পাক্ষিক আলোচনায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র নিউজার্সির সিনেটর করি বুকার্স, মিনেসোটা অঙ্গরাজ্যের সিনেটর ফ্রাঙ্কেন, নিউ মেক্সিকোর সিনেটর টম উডাল এবং ওরেগন রাজ্যের সিনেটর জেফ মার্কলে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top