সকল মেনু

‘গণপরিবহনের ভাড়া বাড়ছে ১ অক্টোবর থেকে’

1441874904নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১০ সেপ্টেম্বর : গ্যাসের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আগামী ১ অক্টোবর থেকে গণপরিবহনের ভাড়া বাড়ছে। বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এই তথ্য জানান। ওবায়দুল কাদের বলেন, গণপরিবহনের ভাড়া প্রতি কিলোমিটারে ১০ পয়সা বাড়িয়ে ১ টাকা ৭০ পয়সা করা হয়েছে। বাসের সর্বনিম্ন ভাড়া ৫ টাকা থেকে বাড়িয়ে ৭ টাকা নির্ধারণ করা হয়েছে।  আগামী ১ অক্টোবর থেকে এই ভাড়া কার্যকর হবে। তিনি বলেন, সিএনজিচালিত অটোরিকশার নতুন ভাড়া ১ নভেম্বর থেকে কার্যকর হবে। সিএনজিচালিত অটোরিকশার প্রথম দুই কিলোমিটার ভাড়া ২৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top