সকল মেনু

‘২০১৮ সালের মধ্যে ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট পৌঁছাবে’

Polok1441802158নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ০৯ সেপ্টেম্বর : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, `আমরা এ বছরের ডিসেম্বরের মধ্যে সব উপজেলায় দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে কাজ করছি। এ ছাড়া ২০১৮ সালের মধ্যে ইউনিয়ন পর্যায়ে এই সেবা পৌঁছে দেওয়া হবে।’ বুধবার রাজশাহীতে দেশের সর্ববৃহৎ ইন্টারনেট উৎসব ‘বাংলাদেশ ইন্টারনেট উইক ২০১৫’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, ‘বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ৭ লাখের বেশি। সরকারের আইসিটি ডিভিশন, বেসিস ও গ্রামীণফোন প্রতিবছর আরো ১ কোটি ইন্টারনেট গ্রাহক তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যেই ইন্টারনেট উৎসব।’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘বর্তমান সরকার ঢাকার পরেই রাজশাহীকে তথ্যপ্রযুক্তিতে গুরুত্ব দিয়ে আসছে। সিলিকন ভ্যালির আদলে রাজশাহীতে চালু হচ্ছে বরেন্দ্র সিলিকন ভ্যালি। এর ধারাবাহিকতায় বাংলাদেশ ইন্টারনেট উইক ২০১৫ উদযাপনে ঢাকার পরেই রাজশাহীতে বড় উৎসব হচ্ছে। আশা করি, এর মাধ্যমে রাজশাহীর প্রযুক্তিবান্ধব জনগণ ইন্টারনেটসহ প্রযুক্তির নানা সেবা সম্পর্কে আরো জানতে পারবে।’ বেসিস সভাপতি শামীম আহসান বলেন, ‘বিভাগীয় শহর রাজশাহী তথ্যপ্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। আমরা প্রত্যাশা করি, বিশ্বের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি সেবা ফেসবুক, গুগল, হোয়াটসঅ্যাপের মতো প্রতিষ্ঠান বা সেবা রাজশাহীতে তৈরি হবে। তৈরি হবে তথ্যপ্রযুক্তিতে দক্ষ বিপুল জনশক্তি। সেই লক্ষ্য নিয়ে রাজশাহীতে বাংলাদেশ ইন্টারনেট উইকের বড় আয়োজন করা হয়েছে। আশা করি, এর মাধ্যমে এখানকার তরুণরা উদ্বুদ্ধ হবে ও তথ্যপ্রযুক্তির সঙ্গে তাল মেলাবে।’ গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন বলেন, ‘দেশব্যাপী সবার কাছে ইন্টারনেটের প্রচার ও প্রসারে আমরা সম্প্রতি ইজিনেটের কাজ শুরু করেছি। বেসিস ও আইসিটি ডিভিশনের সঙ্গে যৌথভাবে বাংলাদেশ ইন্টারনেট উইক আয়োজন আমাদের এই কাজ আরো ত্বরান্বিত হয়েছে। আশা করি, দেশব্যাপী এই মেলার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য পূরণে সমর্থ হব।’ এর আগে গত ৫ থেকে ৭ সেপ্টেম্বর রাজধানীর বনানী মাঠে বাংলাদেশ ইন্টারনেট উইক আয়োজন করা হয়। ৯ সেপ্টেম্বর রাজশাহীতে এই উৎসব পালনের পর ১১ সেপ্টেম্বর সিলেটের সিটি ইনডোর স্টেডিয়ামে এই উৎসব হবে। উল্লেখ্য, ঢাকা, রাজশাহী ও সিলেটে বড় উৎসবের পাশাপাশি ৫ থেকে ১১ সেপ্টেম্বর দেশের সবকটি উপজেলায় এই উৎসব হচ্ছে। উৎসবের অংশ হিসেবে প্রায় অর্ধশত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মশালা, সেমিনার এবং গণমাধ্যমগুলোতে অন্তত ৭টি পলিসি বৈঠকের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে ইন্টারনেট প্রবৃদ্ধির হার বাড়িয়ে প্রতিবছর ন্যূনতম ১ কোটি ইন্টারনেট গ্রাহক বাড়ানো, সাধারণ জনগণকে আরো বেশি অনলাইন সেবার আওতায় আনাসহ তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেটভিত্তিক উদ্যোক্তাদের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে এগিয়ে যাওয়া এই আয়োজনের মূল লক্ষ্য।’ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেসিসের সহ-সভাপতি এম রাশিদুল হাসান, মহাসচিব উত্তম কুমার পাল, যুগ্ম-মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল, কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়েশ, পরিচালক ও বাংলাদেশ ইন্টারনেট উইক ২০১৫ এর সহ-আহ্বায়ক আশ্রাফ আবির, পরিচালক আরিফুল হাসান অপু, নির্বাহী পরিচালক সামি আহমেদ, গ্রামীণফোনের ডিরেক্টর (স্টেকহোল্ডার রিলেশনস) ইশতিয়াক হুসেন চৌধুরী প্রমুখ।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top