সকল মেনু

পরীক্ষা ছাড়াই প্রাথমিক শ্রেণিতে ভর্তির সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

isনিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ০৮ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাথমিক শ্রেণিতে পরীক্ষা ছাড়াই সব শিক্ষার্থীকে স্থানীয় স্কুলে ভর্তির সুযোগ দিতে হবে। মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, `আমি বুঝি না ক্লাস ওয়ানে ভর্তি হতে শিশুকে কেন পরীক্ষা দিতে হবে। শিশুকে যদি লিখতে-পড়তে শিখেই স্কুলে ভর্তি হতে হয় তাহলে স্কুল তাকে কী পড়াবে?` তিনি বলেন, `স্কুলে ভর্তি হওয়া শিশুদের অধিকার। একটি নির্দিষ্ট বয়স হয়ে গেলে শিশুরা স্কুলে ভর্তি হয়ে যাবে। তাদের ভর্তি পরীক্ষা নেওয়ার কোনো যৌক্তিকতা নেই।` প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া অর্থ লুটপাটের কারণেই সাক্ষরতার হার কমেছে।’ তিনি বলেন, ‘দেশ গঠন করতে সুশিক্ষিত জাতি গঠন করতে হবে। সরকার সাক্ষরতার হার বাড়াতে কাজ করছে।’ সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ একটি উন্নত, সুখি-সমৃদ্ধ দেশ হবে এবং বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top