সকল মেনু

লন্ডনে মুসলমানদের ওপর হামলা বেড়েছে ৭০ ভাগ

1441683052আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ০৮ সেপ্টেম্বর : ব্রিটেনের পুলিশ জানিয়েছে, লন্ডনে মুসলমানদের ওপর আক্রমণের সংখ্যা বাড়ছে। এই আক্রমণের সংখ্যা গত বছরের তুলনায় ৭০ ভাগেরও বেশি বেড়েছে। তারা বলেছে, চলতি বছরের জুলাই মাস পর্যন্ত লন্ডনে ইসলাম বিদ্বেষী হামলার ঘটনা ঘটেছে ৮শ’রও বেশি। বিবিসি জানিয়েছে, গত বছর একই সময়ে এই ধরনের ঘটনা ঘটেছে ৫শ’রও কম। ধর্মভিত্তিক সংস্থাগুলো বলছে, একই চিত্র ব্রিটেনের অন্যান্য জায়গায়ও দেখা যাচ্ছে। বেশিরভাগ হামলার শিকার হয়েছেন মুসলমান নারীরা, তাদের ইসলামি পোশাক পরার কারণে। মানবাধিকার আন্দোলনকারীরা বলছেন, গত কয়েক বছরে পশ্চিমা দেশগুলোতে সন্ত্রাসী হামলা বিশেষ করে অস্ট্রেলিয়া, ফ্রান্স, ডেনমার্ক এবং বেলজিয়ামে সন্ত্রাসী হামলার ঘটনায় ইসলাম বিদ্বেষী মানুষের সংখ্যা বেড়ে যায় এবং একারণেই বিভিন্ন দেশের মতো ব্রিটেনেও মুসলমানদের ওপর হামলার ঘটনা ঘটছে । ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস গত জুনে এক প্রতিবেদনে জানিয়েছিল, গত বছরের তুলনায় এ বছর মুসলমানদের ওপর হামলা ৪৭ ভাগ বেড়েছে। ২০১৪ সালের মে মাস পর্যন্ত হামলার সংখ্যা ছিল ৫২৯টি, সেখানে এবছর মে মাস পর্যন্ত হামলার সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৮টিতে। গত কয়েক বছরে লন্ডনের কিছু এলাকায় মুসলমানদের ওপর হামলার সংখ্যা ৩শ ভাগ বেড়ে গেছে। রিচমন্ডের কথাই ধরা যাক। সেখানে গত বছরের মে মাস পর্যন্ত হামলার সংখ্যা ছিল মাত্র দুটি। একই সময়ে চলতি বছর হামলার সংখ্যা হয়েছে ৮টি। সাউথওয়ার্ক, ইসলিংটন এবং হ্যাকনিতে হামলার ঘটনার হার যথাক্রমে ৫৮ দশমিক ৮ শতাংশ, ১১০ দশমিক ৫ শতাংশ এবং ১১৮ দশমিক ৮ শতাংশ বেড়ে গেছে। ব্রিটেনের ২০১১ সালের জরিপ অনুযায়ী, দেশটিতে ১০ লাখ মুসলমান বাস করে যা মোট জনসংখ্যার ১২ শতাংশ।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top