সকল মেনু

২০ হাজার শরণার্থী নেবে যুক্তরাজ্য

David_Cameron_395788920আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ০৭ সেপ্টেম্বর : ইউরোপে চলমান অভিবাসন প্রত্যাশী ও শরণার্থী সংকট মোকাবেলায় ২০ হাজার মানুষকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। তবে এক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছে দেশটি। শুধুমাত্র সংঘাতময় সিরিয়ার শরণার্থীদেরকেই প্রবেশের অনুমতি দেবে কর্তৃপক্ষ।
সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ ঘোষণা দেন। শরণার্থী সংকট মোকাবেলায় জার্মানি ও ফ্রান্সের পক্ষ থেকে যথাক্রমে ৩২ হাজার ও ২৪ হাজার মানুষকে আশ্রয় দেওয়ার ঘোষণা আসার পরপরই তিনি এ ঘোষণা দিলেন।
এর আগে, চার হাজার শরণার্থীকে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে গত শুক্রবার জানিয়েছিলেন ক্যামেরন।
সোমবারের ঘোষণায় ক্যামেরন বলেন, যারা এরই মধ্যে ইউরোপে পৌঁছে গেছেন তাদের মধ্যে থেকে নয়, জাতিসংঘের শরণার্থী শিবিরে থাকা সিরীয় উদ্বাস্তুদের মধ্যে থেকেই এই ২০ হাজার জনকে বেছে নেয়া হবে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top