সকল মেনু

হিরাহার গ্রামে পানিবন্দী কয়েক হাজার মানুষ

unnamed স্টাফ রিপোর্টার: দিনাজপুর পৌরসভার সবাই বাঙ্গীবেচা রোড পার্শ্ববর্তী হিরাহার গ্রামে বিস্তীর্ণ এলাকার মানুষ প্রায় ১৫ দিনেরও বেশী কাল যাবত পানিবন্দী হয়ে আছে। এখন পর্যন্ত সেখানে কোন কাউন্সিলর, মেয়র বা প্রশাসনের কোন কর্মকর্তা তাদের দুর্দশা দেখতে যায়নি। হিরাহার গ্রামের প্রায় কয়েক হাজার লোক বাস করে। বেশীর ভাগ মানুষ খেটে খাওয়া দিন মজুর। তাদের দুর্দশা এখন চরমে। অনাহার, অপুষ্টি আর চরম দুর্দশায় দিন কাটছে তাদের। এক মুঠো চাল আর একটা শুকনো রুটির জন্য দিনের পর দিন তীর্থের কাকের মতো চেয়ে আছে তারা। কিন্তু তাদের কেউ সাহায্য সহযোগিতা করতে এগিয়ে আসছে না। এই এলাকার একজন সংবাদপত্রকর্মী মোজাম আক্ষেপ করে বলেন, আমরা রবিউল ইসলাম রবি কাউন্সিলরের ওয়ার্ডের মানুষ। কিন্তু তা চেহারা এখানে একবারও দেখা যায়নি। অন্ততঃ চেহারা দেখলেই একটু সান্তনা পেতাম। আর আমাদের মহিলা কাউন্সিলর লাইজু আপা দেশ আছেন কি না তাও জানিনা।  বলতে গেলে এখন আমরা ভিন গ্রহের মানুষ হয়ে গেছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top