সকল মেনু

পর্যটক হয়রাণীর ঘটনায় এক পুলিশ প্রত্যাহার

 porjotok...1 কলাপাড়া,পটুয়াখালী: কনেস্টবল হয়েও এসআই পরিচয় দিয়ে গভীর রাতে হোটেল সৈকতের দোতলায় বাইরে থেকে মই লাগিয়ে উঠে পর্যটকদের হয়রাণীর ঘটনায় কনেস্টবল দীপককে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার দীপক কুয়াকাটা ত্যাগ করেছেন। তাকে গলাচিপায় বদলী করা হয়েছে। তবে ঘটনার মুল হোতা এএসআই কবির বহাল তবিয়তে রয়েছে। ফলে কুয়াকাটা হোটেল মোটেল এসোসিয়েশন কর্তৃপক্ষ স্বস্তি পেয়েছে। উল্লেখ্য দীর্ঘ দিন ধরে কুয়াকাটায় বিভিন্ন আবাসিক হোটেলে গভীর রাতে দীপক কনেস্টবল হয়ে সিভিল পোষাকে নিজেকে এস আই পরিচয় দিয়ে পর্যটক দম্পতিসহ বিভিন্ন পর্যটকদের হয়রানী করে আসছিল। সর্বশেষ বুধবার গভীর রাতে এএসআই কবির ও কনেস্টবল দীপক হোটেল সৈকতে বাইরে থেকে মই লাগিয়ে দোতালায় উঠে সব লাইট বন্ধ করে দিয়ে এক পর্যটক প্রেমীক যুগলকে আটক করে। ওই পর্যটকদ্বয়কে একরাত একদিন থানা হাজতে রাখা হয়। এতে ক্ষুদ্ধ হয় এলাকার লোকজন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top