সকল মেনু

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদৎ বার্ষিকী পালিত

Narail_Noor_bg_335248967নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ০৫ সেপ্টেম্বর : নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৪তম শাহাদ‍ৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার  নূর মোহাম্মদ নগরে শোক র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। দুপর ১২টার দিকে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতি ট্রাস্ট, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নূর মোহাম্মদ মহাবিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান নূর মোহাম্মদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। পরে, নূর মোহাম্মদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, নূর মোহাম্মদ স্মৃতি ট্রাস্টের সদস্য সচিব আজিজুর রহমান ভূঁইয়া, নূর মোহাম্মদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রওশন আলী প্রমুখ। মুক্তিযুদ্ধের রণাঙ্গণের সাহসী সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে মৃত্যুবরণ করেন। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে (নূর মোহাম্মদ নগর) জন্মগ্রহণ করেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top