সকল মেনু

৬ পোশাক কারখানা আন্তর্জাতিক মানে উন্নীত

1441287867অর্থ ও বানিজ্য ডেস্ক,  হটনিউজ২৪বিডি.কম ০৩ সেপ্টেম্বর : সকল সংস্কার শেষে দেশের ছয়টি পোশাক কারখানা- গ্রীন টেক্সটাইল, কুন টং অ্যাপারেলস, লন্ড্রি ইন্ডাস্ট্রিজ, লেনি অ্যাপারেলস, অপটিমাম ফ্যাশনস ও ইউনিভোগ লিমিটেড আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে। এই ছয়টি পোশাক কারখানাকে স্বীকৃতি দিয়েছে উত্তর আমেরিকার ক্রেতাদের জোট ‘অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি’। বৃহস্পতিবার অ্যালায়েন্স প্রতিষ্ঠার দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। ‘আমি বাংলাদেশকে ভালোবাসি’ বাংলায় এই কথাগুলো বলে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক জেমস এফ মরিয়ার্টি মূল বক্তব্য শুরু করেন। এরপর তিনি বলেন, “সদস্য কারখানাগুলোর শতভাগ পরিদর্শন শেষ হয়েছে। এসব কারখানা ভবনের কাঠামোগত, বৈদ্যুতিক ও অগ্নিনিরাপত্তা সংক্রান্ত ছোট ও বড় ত্রুটি খুঁজে পাওয়া গেছে। এখন অ্যালায়েন্সের দেয়া পরিকল্পনা অনুযায়ী সংস্কার কার্যক্রম চালাচ্ছে। ইতিমধ্যে ছয়টি কারখানা সব ধরনের ত্রুটি সংস্কার করে সর্বোচ্চ আন্তর্জাতিক মান অর্জন করেছে।” সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ রবিন জানান, এরই মধ্যে আটটি কারখানায় চূড়ান্ত পরিদর্শন হয়েছে। ৬টি কারখানা সকল পরীক্ষায় উত্তীর্ন হয়েছে। আগামী ১-২ দিনের মধ্যে কারখানাগুলোকে এই স্বীকৃতির সনদ দিয়ে দেয়া হবে। তিনি আরও জানান, অ্যালায়েন্সের সদস্য কারখানার সংখ্যা ৭৯০। এর মধ্যে সক্রিয় আছে ৬৬২টি। আর প্রথম সংস্কার যাচাই পরিদর্শন (আরভিভি) সম্পন্ন হয়েছে ৫২৮টি কারখানার। এদিকে ইউরোপিয় ক্রেতাদের জোটও কারখানা পরিদর্শন করছে। এখন পর্যন্ত তারা দুটি কারখানাকে আন্তর্জাতিক মান প্রদান করেছেন। কারখানার দুটি হল- কনকর্ড ফ্যাশন এক্সপোর্ট লিমিটেড ও জিকন সব ধরনের ত্রুটি সংস্কার করেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ৮টি কারখানা আন্তর্জাতিক মানে উন্নীত হলো। উল্লেখ্য, ২০১৩ সালে ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৬ জন পোশাক শ্রমিক মারা যাওয়ার আড়াই মাস পর ১০ জুলাই কারখানা কর্মপরিবেশ উন্নয়নে অ্যালায়েন্স গঠন হয়। উত্তর আমেরিকার ২৬টি ব্র্যান্ড ৫ বছরের জন্য এ অ্যালায়েন্স গঠন করে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top