সকল মেনু

বার কাউন্সিলে বিজয়ী হয়েছেন সরকারি দল-সমর্থিতরা

1441256134নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ০৩ সেপ্টেম্বর : আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বার কাউন্সিল নির্বাচনে বিজয়ী হয়েছেন সরকারি দল-সমর্থিত আইনজীবীরা। বার কাউন্সিল নির্বাচনের চূড়ান্ত ফল বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এই ফলাফলে দেখা গেছে, আওয়ামী লীগ ও সমমনা আইনজীবী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ(সাদা প্যানেল) ১৪টি সদস্য পদের মধ্যে ১১ টিতে নির্বাচিত হয়েছে। বাকি তিনটি পদ জিতেছে বিএনপি ও সমমনা আইনজীবী সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ(নীল প্যানেল)।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের হাতে গত তিন বছর কাউন্সিল নিয়ন্ত্রণে ছিল। গত ২৬ অগাস্ট ভোটের পর প্রাথমিক গণনায় সরকার সমর্থকদের জয়ের বিষয়টি নিশ্চিত হয়। রীতি অনুযায়ী বুধবার বার কাউন্সিলে সব ব্যালট এনে গণনা শেষে বৃহস্পতিবার সকালে কাউন্সিলের চেয়ারম্যান অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন। সাদা প্যানেল হিসেবে পরিচিত সমন্বয় পরিষদের প্রার্থীরা সাতটি সাধারণ সদস্য পদের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছেন। সমন্বয় পরিষদের নেতৃত্বে থাকা ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম ১৪ হাজার ৪৩ ভোট, আবদুল বাসেত মজুমদার ১৫ হাজার ১০৯ ভোট, আবদুল মতিন খসরু ১৪ হাজার ৪২৪ ভোট, জেড আই খান পান্না ১৩ হাজার ৭৮ ভোট এবং শ ম রেজাউল করিম ১৩ হাজার ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নীল প্যানেল হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের প্রার্থীদের মধ্যে কেবল কাউন্সিলের বর্তমান ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন ১৪ হাজার ২৫৯ ভোট এবং এম এম মাহবুব উদ্দিন খোকন ১৫ হাজার ৬৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হতে পেরেছেন। কাউন্সিলের ১৪টি সদস্য পদের মধ্যে বাকি সাতটি পদে প্রতিনিধি নির্বাচিত হন অঞ্চলভিত্তিক আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে। এর মধ্যে ছয়টিতেই জিতে নেয় আওয়ামী লীগ সমর্থকরা।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top