সকল মেনু

চুয়াডাঙ্গার জীবননগরে রাস্তা নির্মাণের দাবিতে- মানববন্ধন

Chuadanga Picture--(Manobondon)---07.06.13চুয়াডাঙ্গার জীবননগরে রাস্তা নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছে এলাকাবাসি। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জীবননগর থেকে পেয়ারাতলা পর্যন্ত কাঁচা রাস্তাটি পাকাকরণের দাবিতে মানববন্ধন করে এলাকার শত শত মানুষ। সহস্রাধিক এলাকাবাসি এ মানববন্ধন ও অবরোধে অংশ নেন।এলাকাবাসি জানায়, জীবননগর থেকে পেয়ারাতলা পর্যন্ত এক কিলোমিটার রাস্তা টি অতি গুরুত্বপূর্ণ। কাঁচা এ রাস্তা দিয়ে প্রতিদিন খয়েরহুদা, বাকা, লক্ষিপুর, মনোহরপুরসহ ৮/১০টি গ্রামের অধিবাসিদের যাতায়াত করতে হয়। সাইকেল, রিকসা, ভ্যানসহ শত শত যানবাহন চলাচল করে এ রাস্তায়। এ রাস্তা দিয়েই সংশ্লিষ্ট গ্রামবাসিদের উৎপাদিত ক্ষেতের ফসল শহরে আনতে হয়। অতি গুরুত্বপূর্ণ হওয়ার পরও দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে রয়েছে।শুক্রবার সকালে রাস্তা নির্মাণের দাবিতে এলাকাবাসি মানববন্ধন ছাড়াও চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের পেয়ারাতলা বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা রাস্তা নির্মাণের দাবিতে শ্লোগান দিতে থাকে। অবরোধে মহাসড়কের দু’পাশে দু’কিলোমিটার রাস্তাজুড়ে প্রচন্ড যানজটের সৃষ্টি হয়। এতে চরম দূর্ভোগে পড়েন যাত্রীরা। পরে জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহি কর্মকর্তা ঘটনাস্থলে এসে রাস্তা নির্মাণের প্রতিশ্র“তি দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসি।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুর রহমান বলেন, এলাকার গ্রামবাসিরা রাস্তা নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করলে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। রাস্তার নির্মানের ব্যাপারে উর্ধতন সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে। বরাদ্দ এলে অতি দ্রুত এ রাস্তাটি নির্মানের ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top