সকল মেনু

৫৭ ধারার বৈধতার বিষয়ে করা রিট খারিজ

1441173988নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ০২ সেপ্টেম্বর : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত একটি রিট আবেদন পর্যবেক্ষণ সহকারে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মোহম্মদ ইজহারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়।
রিটকারীরা আইনজীবী ব্যারিস্টার শিশির মোহম্মদ মনির জানিয়েছেন, আদেশের পূর্ণাঙ্গ কপি পাওয়া গেলে কি পর্যবেক্ষণে হাইকোর্ট রিট খারিজ করে দিয়েছে তা জানা যাবে। তিনি বলেন, হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আমরা আপিল করব।
গত বৃহস্পতিবার জাকির হোসেন নামে এক ব্যক্তি তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন। এই ধারায় পল্লবী থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। তার স্ত্রী এই মামলা দায়ের করেছিলেন। তিনি সংক্ষুব্ধ হয়ে এই রিট দায়ের করেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top