সকল মেনু

প্রতিবন্ধিতা প্রতিভা বিকাশের বাধা হতে পারে না: প্রধানমন্ত্রী

1441182568

ক্রীড়া ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ০২ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধিতা প্রতিভা বিকাশের বাধা হতে পারে না। বুধবার মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধী হলেই তারা সমাজের, পরিবারের বোঝা নয়। তাই তাদের ভেতরে লুকিয়ে থাকা গুণাবলী বিকশিত হওয়ার সুযোগ দিতে আমারা কাজ করে যাচ্ছি। তিনি বলেন, প্রতিবন্ধী জনগণ সমাজের সকল স্তরে অবদান রাখছে। ক্রিকেটও তার ব্যাতিক্রম হতে পারে না। প্রধানমন্ত্রী বলেন, শারীরিক প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়, তারা আমাদের সম্পদ হতে পারে। যথাযথ সুযোগ পেলে আন্তর্জাতিক পর্যায় থেকেও তারা সম্মান নিয়ে আসতে পারবে, সেই বিশ্বাস আমার আছে। ৫ দেশের প্রতিবন্ধী ক্রিকেট দল নিয়ে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) এই টুর্নামেন্টের আয়োজন করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এতে সহযোগিতা করছে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top