সকল মেনু

শাবি উপাচার্যের পদে থাকার নৈতিক ভিত্তি নেই: সুরঞ্জিত সেনগুপ্ত

1433158733নিজস্ব প্রতিবেদক,  হটনিউজ২৪বিডি.কম ৩১ আগস্ট : আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন। তিনি বলেছেন, যে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিজের স্বার্থে ছাত্রদের ব্যবহার করে তার বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকার কোন নৈতিক ভিত্তি নেই। সোমবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আলোচনা সভায় তিনি আরো বলেন, শিক্ষকদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ জড়িয়ে পড়ায় বিব্রত আওয়ামী লীগ। আমি মনে করি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের এই বিষয়ে ব্যবস্থা নেয়া উচিত। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এর আগেও মন্ত্রণালয় শিক্ষকদের সমস্যার সমাধান করেছিলো। এখন শিক্ষামন্ত্রীর উচিত দ্রুত সিলেট গিয়ে সমস্যার সমাধান করা। বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা হাজি মো. সেলিম এমপির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী ও সংগঠনের নেতারা।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top