সকল মেনু

মতলববাজরাই ইতিহাস বিকৃতি করে : নুরুল ইসলাম নাহিদ

10_64570নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৩১ আগস্ট : বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘মতলববাজরাই ইতিহাস বিকৃতি করে। তারা ইতিহাস জানেন না তা নয়, জেনে বুঝেও তারা বিশেষ মতলবে ইতিহাসকে বিকৃতি করে।’ সোমবার বিকেলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় জামায়াত আদর্শগত দিক থেকে পাকিস্থানের পক্ষে ভূমিকা রেখেছিল। বিএনপি তাদেরকে এ দেশে পুনর্বাসিত করেছে। তাদের গাড়িতে বাংলাদেশের পতাকা তুলে দিয়েছিল।’ বঙ্গবন্ধু হত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা আইন করে বিচারের পথ বন্ধ করেছে তারা অমানুষ। তারা অমানবিক কাজ করেছে। অনেকদিন পরে হলেও বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে। যারা পলাতক আছে তারা শাস্তির বোঝা মাথায় নিয়েই পালিয়ে বেড়াচ্ছে। তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এ যন্ত্রণা এখনো আমাদেরকে কুরে কুরে খাচ্ছে।’ নতুন প্রজন্মকে নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও মানবতাবোধের আলোকে গড়ে তোলার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘শিক্ষা ক্ষেত্রে দেশ অনেক দূর এগিয়েছে। আরো কাজ করতে হবে। নতুন প্রজন্মকে আগামীর জন্য প্রস্তুত করতে হবে। এ লক্ষ্যে মানসম্মত শিক্ষা দিতে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সাংসদ হাজী মো. সেলিম, নাটোর-২ আসনের সাংসদ মো. নজরুল ইসলাম শিমুল, শিক্ষামন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন প্রমুখ।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top