সকল মেনু

নাটোরে ৫ পরিবার একঘরে, নিরাপত্তাহীনতায় মেয়েরা

1441027700নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৩১ আগস্ট : নাটোরের সিংড়া উপজেলার জয়নগর গ্রামের আইয়ূব আলীসহ ৫ কৃষক পরিবারকে ২০দিন ধরে একঘরে করে রেখেছে গ্রাম্য মাতব্বরেরা। এতে ভুক্তভোগী এসব পরিবারের ৩ মেয়ে শিক্ষার্থীর লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে। ভুক্তভোগী এসব পরিবারের অভিযোগ, গ্রাম্য সাকিদার আশরাফ আলী ও কতিপয় বখাটের হুংকারে নিরাপত্তাহীনতায় ভুগছে ৩ মেয়ে শিক্ষার্থীসহ ৫ নিরীহ কৃষক পরিবার। ভুক্তভোগী পরিবারগুলো নিরাপত্তা চেয়ে অবিলম্বে প্রসাশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের হস্তক্ষেপের দাবি জানিয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তিনি ও সিংড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস ওই শালিস বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে কোনো মীমাংসা হয়নি। তবে এমন কোন ঘটনা তার জানা নাই। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, একঘরে করে রাখার বিষয়টি জানা নেই। তবে আইয়ুবসহ ওই ৫ পরিবারের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। বর্তমানে তারা জামিনে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top