সকল মেনু

সৈয়দপুরের বানিয়াপাড়া প্রাথমিক স্কুলে বৃক্ষরোপণ

unnamed মো. আমিরুজ্জামান, নীলফামারী  ৩০ আগষ্ট:  শিক্ষা প্রতিষ্ঠানকে সৌন্দয্যমন্ডিত করার জন্য বৃক্ষরোপন কর্মসূচি শুরু করা হয়েছে। এই কর্মসূচির আওতায় নীলফামারীর সৈয়দপুরে শহরের বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ রবিবার বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের ও জেলার শ্রেষ্ঠ সভাপতি সাংবাদিক এম, ওমর ফারুক স্কুল চত্ত্বনে ফলদ বৃক্ষ রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. ইলিয়াসসহ, সহকারি শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ।
জানা যায়,  সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোমায়রা মন্ড হিমু  স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে খুশি হয়ে  নারিকেল, আম, লিচু, পেয়ারা ও বকুল ফুলসহ প্রায় ১৫টি চারা ওই স্কুলের সভাপতির  হাতে সৌজন্য হিসাবে হস্তান্তর করেন। এসব চারা স্কুলের চারিদিকে রোপন করা হয় বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top