সকল মেনু

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হলেও গাংনীতে

গাংনী প্রতিনিধি:একটি বে-সরকারী টেলিভিশনে আজ রাত ৯টার পরে দেশের ইতিহাসে সন্ধ্যা সাড়ে ৭ টায় সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে ব্রেকিং নিউজ চলছিল। সংবাদটি দেখে বিস্মমিত হয়েছিল বিদ্যুৎ গ্রাহকরা। কিন্তুবিধিবাম ৯টা ৩৬ মিনিটে মেহেরপুরের গাংনী উপজেলার অধিকাংশ এলাকা লোডশেডিং এর কবলে পড়ে। সাধারন গ্রাহকদের দাবী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদিত হয়েছে অথচ বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু কর্মকর্তা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছে করেই লোডশেডিং দিয়ে থাকছে।

এব্যাপারে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির গাংনী জোনাল অফিসের ডিজিএম শৈলেন্দ্র নাথ পাল জানান, দেশে যতই বিদ্যুৎ উৎপাদন হোক ঘাটতি কিছু থাকবেই। আর তাতে লোডশেডিং দিতে আমরা বাধ্য হয়।বেশি বিদ্যুৎ উৎপাদন হয়েছে এর মধ্যে লোডশোডিং বুঝতে পারছেন না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top