সকল মেনু

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গুলিবিদ্ধ ছাত্রলীগকর্মী রাজিব

rajib1440939718নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৩০ আগস্ট : জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে গুলিবিদ্ধ ছাত্রলীগকর্মী রাজিব (১৭)। শনিবার বিকেলে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তার জ্ঞান নেই। প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে আইসিইউর (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) ৮ নম্বর ওয়ার্ডে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে সে। রাখা হয়েছে লাইফ সাপোর্টে। বেঁচে রয়েছে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে। নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া জানান, ২৯ আগস্ট বিকেলে নাটোর রেলস্টেশন চত্বরে যুবলীগের পূর্ব নির্ধারিত শোকসভা ছিল। শোকসভায় যোগ দেওয়ার জন্য তেবাড়িয়া এলাকা থেকে নাটোর পৌর যুবলীগের আট ও নয় নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীরা যৌথভাবে রেলস্টেশনে আসছিলেন। এ সময় যুবলীগের মিছিলটি উত্তর তেবাড়িয়া এলাকায় পৌঁছালে নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফয়সাল ইসলাম ওরফে আবুল ব্যাপারীর নেতৃত্বে বিএনপির সন্ত্রাসী রিংকু, নাসিম, কামরুল, মাহবুব ও কাজলের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিলে হামলা চালায়। এ সময় বিএনপির সন্ত্রাসীরা ৮ থেকে ১০ রাউন্ড গুলিবর্ষণ করে। ছাত্রলীগকর্মী রাজিবের কপাল দিয়ে একটি বুলেট মাথায় প্রবেশ করে। গুলিবিদ্ধ হয় আরেক যুবলীগ নেতা নাটোর পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হোসেন। তাদের দুইজনকেই প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে রাজিবের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গুলিবিদ্ধ রাজিব নাটোর শহরের উপকণ্ঠ তেবাড়িয়া এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে। সে তেবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। রাজিবের ভাই মো. সজীব জানান, তার অবস্থা সংকটাপন্ন। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পর তাকে এ পর্যন্ত আট ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। আমরা তাকে নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। সে বাঁচবে কিনা- একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন। এদিকে গুলিবিদ্ধ রাজিবের সার্বক্ষণিক খোঁজ রাখছেন নাটোর সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। ঘটনার পরপরই তিনি ছাত্রলীগকর্মী রাজিব ও যুবলীগ নেতা নাজমুল হোসেনের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য নাটোর সদর হাসপাতালে যান। এরপর রাজিবকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হলে তিনি সেখানেও যান। শনিবার রাত সাড়ে ১২টা পর্যন্ত তিনি রামেক হাসপাতালে অবস্থান করেন। এ ব্যাপারে সাংসদ শফিকুল ইসলাম শিমুল বলেন, বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নির্দেশে বিএনপির সন্ত্রাসীরা যুবলীগের মিছিলে হামলা চালিয়েছে। হামলায় নেতৃত্ব দিয়েছে নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল ব্যাপারী। এ আবুল ব্যাপারীর বিরুদ্ধে গাড়িতে অগ্নিসংযোগ করে চালককে হত্যার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে অন্তত ৪০টি। আমি অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছি। আইসিইউর একজন কনসালট্যান্ট নাম প্রকাশ না করার শর্তে জানান, তাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। দেওয়া হচ্ছে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস। তার শারীরিক অবস্থা খুবই জটিল। ব্ল্যাডপ্রেসার কমে গেছে। রয়েছে একবারে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। একটি নির্দিষ্ট সময় না যাওয়া পর্যন্ত তার ব্যাপারে কিছু বলা যাচ্ছে না বলে মন্তব্য করেন ওই চিকিৎসক।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top