সকল মেনু

ভূমধ্যসাগরে নৌকাডুবি, আইওএম’র মাধ্যমে ফেরত আনা হবে বাংলাদেশিদের

mede_bg_196955080

আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ৩০ আগস্ট : ভূমধ্যসাগরে লিবিয়া উপকূলের কাছে নৌকাডুবির ঘটনায় জীবিত উদ্ধার বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে ফিরতে চান, তাদেরকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মাধ্যমে ফেরত আনা হবে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত ২০ জন বাংলাদেশি দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন বলে এসময় তিনি জানান। তিনি বলেন, যেসব বাংলাদেশির বৈধতা রয়েছে, তারা লিবিয়াতেই অবস্থান করতে পারবেন। তবে যাদের বৈধতা নেই, তাদের ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আশরাফুল ইসলাম জানান, জীবিত উদ্ধার বাংলাদেশিদের শারীরিক ও মানসিক অবস্থা ভালো নেই। তাদের চিকিৎসা চলছে। বাংলাদেশ দূতাবাস এ ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। ২৭ আগস্ট ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলের কাছে চার শতাধিক অভিবাসন প্রত্যাশী নিয়ে পৃথক দু’টি নৌকাডুবির ঘটনা ঘটে। ইউরোপ পাড়ি জমানোর উদ্দেশে অভিবাসন প্রত্যাশীরা বাংলাদেশ, পাকিস্তান, সিরিয়া, মরোক্ক ও আফ্রিকার সাহারা মরুভূমি এলাকা থেকে এসেছিলেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ৭৮ জন বাংলাদেশি ছিলেন বলে জানিয়েছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের অপর এক সূত্র। এদের মধ্যে ৫৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ২৪ জন। এরা সবাই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার মরদেহগুলোর মধ্যে কোনো বাংলাদেশি আছেন কি না জানতে চাইলে শ্রম কাউন্সিলর আশরাফুল ইসলাম জানান, দূতাবাস কর্তৃপক্ষকে এখনও মরদেহগুলো দেখানো হয়নি। লিবিয়ার প্রথা অনুযায়ী মরদেহ দেখানোর নিয়ম নেই। তবে নিখোঁজদের পরিচয় জানা গেছে। এদের মধ্যে শুক্রবার ৬ জনের পরিচয় জানায় লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ। এরা হলেন- রমজান আলী ( ৫৮), সানোয়ারা খাতুন (৪২), ইউসুফ (৭), রিমা আবদুল আজিম (২), রাইসা আবদুল আজিম (৮ মাস), আবুল বাশার (৪৭)। পরে আরও ১৮ বাংলাদেশি শ্রমিকের পরিচয় জানায় দূতাবাস কর্তৃপক্ষ। এরা হলেন- শরীয়তপুরের আজাদ, সুপন ও স্বপন, কেরানীগঞ্জের গাজীউল, যশোরের মনিরামপুরের জিয়াউর রহমান, নোয়াখালীর রুবেল, শাহাবুদ্দিন, সোহেল ও সালাউদ্দিন, কুমিল্লার ইসলাম ও ফারুক, চট্টগ্রামের করিম, সাতক্ষীরার জাকির, নারায়ণগঞ্জের মাহমুদ, মাদারীপুরের ফয়েজ, টাঙ্গাইলের বাদল ও বাবুল, রাজবাড়ীর মফিজ।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top