সকল মেনু

দেশে ফিরেছেন রেলপথ মন্ত্রী

unnamedএস এন ইউসুফ,হটনিউজ২৪বিডি.কম: ডাক্তারি পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি। ২৯ আগস্ট বিকাল ৫ টা ৫৪ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেন। রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এম.পি গত ১৬ জুলাই হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে কুমিল্লার মুন হসপিটাল ভর্তি করা হয় পরবর্তীতে উনার অবস্থার উন্নতি না হওয়ায় রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) সানান্তর করা হয় পরে মন্ত্রীর শারীরীক অবস্থার অবনতি হলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) হতে ১৮ জুলাই থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্ব্যুলেন্স যোগে নিয়ে যাওয়া হয়। সেখানে ড. খিস্টোবার খোর জনলক এর অধীনে দীর্ঘ প্রায় ১৩ দিন পর ৩১ জুলাই পুরোপুরি সুস্থ্য অবস্থায় হাসপাতাল থেকে ছাড়পত্র নেন। পরে সুস্থ্য অবস্থায় ৪ দিন সিঙ্গাপুরে অবস্থান শেষে ৪ আগস্ট দেশে ফিরেন। ওই সময় মন্ত্রীর চিকিৎসক ১মাস পর নিয়মিত চেক আপের জন্য আবার সিঙ্গাপুরে আসার পরমার্শ দেন এরই ধারাবাহিকতায় মন্ত্রী নিয়মিত চেক আপ ও চিকিৎসার জন্য ২৫ আগস্ট সকালে আবার সিঙ্গাপুরে যান। মন্ত্রীর এ সফরে সফর সঙ্গী হিসেবে মন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার রিক্তা ছাড়াও রয়েছেন, মন্ত্রীর একান্ত সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার, মন্ত্রীর নিকটাত্মীয় নাছির উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার। এসময় বিমান বন্দরে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, আওয়ামীলীগ নেতা সানাউল্লাহ ভূঞাঁ, জেলা আওয়ামীলীগ নেতা শাহিনুল ইসলাম শাহিন, জি এস জাকির হোসেন, কুমিল্লা সরকারী কলেজের সাবেক ভিপি চিত্ত রঞ্জন ভৌমিক, ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি নুরুর রহমান মাহমুদ তানিম, উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদার, আলকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাঈল হোসেন বাচ্চু, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সাবেক সদস্য জামশেদ আলম, মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান পিন্টু, রোটারিয়ান আবুল হোসেন ছোটন, জেলা যুবলীগনেতা ফরহাদুল মিজান, মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক গোলাম সারোয়ার কাউসার, সধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল সহ বিভিন্ন অঙ্গও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top