সকল মেনু

ছেলের হাতে বাবা গুরুতর আহত

16301511111_1f1bfe359a_bনিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৯ আগস্ট : যশোরের বেনাপোলে অবৈধ কর্মকাণ্ডে বাধা দেয়ায় বাবাকে কুপিয়ে গুরুতর আহত করেছে ছেলে। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের টার্মিনাল পাড়ার খালেদ (৩০) তার বাবা রহমানকে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা জানায়, খালেদের নামে বেনাপোল পোর্ট থানায় প্রবেশ করে পুলিশ কর্মকর্তা মতিয়ারকে ছুরি মেরে আহত, বিভিন্ন নারী-পুরুষকে নিজ বাড়িতে আটকে রেখে মুক্তিপণ দাবি ও শারীরিক নির্যাতন, চোরাচালান ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। এসব কাজে অসহায় বাবা রহমান তাকে বাধা দিলে প্রায়ই মারধরের শিকার হতেন। এর আগেও তিনি কয়েকবার কৌশলে ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। সর্বশেষ ২৭ আগস্ট সাজ্জাত (১৬) নামে এক কিশোরকে চোরাচালান পণ্য ধরিয়ে দেয়ার অভিযোগ এনে খালেদ তার বাড়িতে দু’দিন ধরে আটকে রেখে শরীরে সুচ ফুটিয়ে নির্যাতন ও ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি কিশোরের পরিবার পুলিশের কাছে অভিযোগ জানালে পুলিশ তার কবল থেকে কিশোরকে উদ্ধার করে। এ সময় কৌশলে পালিয়ে যায় খালেদ। বিষয়টি নিয়ে খালেদের বাবা তাকে বকাবকি করলে ক্ষিপ্ত হয়ে শনিবার সকালে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন খালেদ। বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top