সকল মেনু

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে আদর্শ ‍ও সুদূরপ্রসারী পরিকল্পনা

1440838407নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৯ আগস্ট : রাজধানীর জলাবদ্ধতা নিরসনে প্রকৌশলী ও পরিকল্পনাবিদদের সঙ্গে নিয়ে একটি আদর্শ ‍ও সুদূরপ্রসারী পরিকল্পনা তৈরি করা হবে বলে জানিয়েছেন ঢাকার দুই মেয়র। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ বিষয়ে যথেষ্ট বাজেট বরাদ্দ দিয়েছেন বলে জানান তারা। শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভবনে ‘নগর ঢাকায় জলজট: উত্তরণের উপায়’ শীর্ষক গোল টেবিল আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন ডিএসসিসি মেয়র সাইদ খোকন এবং ডিএনসিসি মেয়র আনিসুল হক। এ সময় দুই মেয়র বলেন, প্রধানমন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সচেতন রয়েছেন। তিনিও চান জলাবদ্ধতা দূর করতে। এজন্য যথেষ্ট বাজেট বরাদ্দ দিয়েছেন তিনি।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top