সকল মেনু

রাজধানীতে কোরবানির জন্য ৪৯৩ স্থান নির্ধারণ

12-12নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৭ আগস্ট : কোরবানি করার জন্য রাজধানীর ২ সিটি করপোরেশনে ৪৯৩টি স্থান নির্ধারণ করেছে সরকার। তবে এসব জায়গায় কোরবানি দিতে কাউকে বাধ্য করা হবে না। স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব আবদুল মালেক বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘এই সংখ্যা আরো বাড়তে পারে। তবে এসব স্থানে কোরবানি করতে কাউকে বাধ্য বা জোর করা হবে না।’ আবদুল মালেক জানান, কোরবানির জন্য প্রাথমিকভাবে দক্ষিণ সিটি করপোরেশনে ২৮৫টি ও উত্তরে ২০৮টি স্পট নির্ধারণ করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনেও ২০টি স্থান পশু জবাইয়ের জন্য নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে সচেতনতা বাড়াতে ঈদের ৩ দিন আগ থেকে প্রচার চালানো হবে। সচিব বলেন, ‘সচেতনতা সৃষ্টিতে কাউন্সিলররাও কাজ করবেন।’ এছাড়াও জুমার নামাজের খুতবার পর মুসল্লিদের যেন বিষয়টি জানানো হয়, সেজন্য ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনকে চিঠি দেয়া হবে বলেও জানান তিনি। এ বছর রাজধানীতে কোরবানির স্থান নির্ধারণ করে দেয়ার কথা গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। এছাড়া ঢাকায় এবার ১৬টি অস্থায়ী হাট বসবে জানিয়ে মালেক বলেন, ‘রেললাইনের ওপর এবং জনগণের চলাচল বিঘ্নিত হয়- এমন জায়গায় পশুর হাট বসানোর অনুমতি দেয়া হবে না।’
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top